ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বকাটেদের হামলায় এক দম্পতি গুরতর আহত

Developer Zone
মার্চ ১৪, ২০২৩ ২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামে বখাটের হামলায় জাহিদ হোসেন ভুট্টো ও সোনিয়া আক্তার নামে একদম দাম্পত্তি আহত হয়েছে।
মারাত্মক আহত ভুট্টো বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত ৪ মার্চ সকাল দশটার দিকে জুজখোলা গ্রামের বখাটে যুবক মোঃ সাজিন হাওলাদার (২০) মোঃ রাব্বি হাওলাদার (২১) ঋত্বিক মজুমদার (১৯) সন্তু মিরবর (২২)নামের ৪ জন যুবক একই গ্রামের জাহিদ হোসেন তালুকদার ভুট্টোর বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।
এ সময় ভুট্টোর আত্মচিৎকারে ভুট্টোর স্ত্রী সোনিয়া আক্তার এগিয়ে এলে তাকেও বকাটেরা মারধর করে আহত করে। পরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাদের ব্যবহারিত একটি চাইনিজ কুঠার প্রতিবেশীরা রেখে দিতে সক্ষম হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জাহিদ হোসেন তালুকদার ভুট্টো বলেন,
হামলাকারীরা এলাকার বকাটে এবং মাদক সেবনকারী । তারা এলাকায় স্কুল-কলেজের ছাত্রীদের বিভিন্ন সময় উত্তপ্ত করে আসছে এ বিষয়ে অভিভাবকদের কাছে নালিশ দিলে তারা বখাটেরা আমার বাড়িতে এসে আমার উপর হামলা করে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে হামলাকারী মোঃ সাজিন এর অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন এটি একটি ভুল বোঝাবুঝি অচিরেই আমাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে।

এ ব্যাপারে সদর থানা অফিসার্স ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান এই প্রতিবেদককে বলেন আমরা অভিযোগ পেয়েছি মামলাটির রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।