অপরাধ

কিশোরগঞ্জ এ কুখ্যাত সন্ত্রাসী আসিস এর ভয়ে আতঙ্কে

কিশোরগঞ্জ এ কুখ্যাত সন্ত্রাসী আসিস এর ভয়ে আতঙ্কে মানুষ।

এনামুল হক
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মারিয়া ইউনিয়ন করমূলী গ্রামের এক ভয়ংকর ইয়াবা ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী আসিস গত ২ দুই এ জুলাই রোজ সোমবার দিবাগত রাত ১২ টায় নেশা সেবন করে মাতাল হয়ে ঘুমন্ত মানুষের উপর অত্যাচার করেন, এর পর এলাকাবাসি তার ভয়ে কিশোরগঞ্জের BPDB এর সম্মানিত সেক্রেটারি জনাব কাসেম সাহেব এর নিকট নালিশ করেন, পরন্ত সময়েই কাসেম সাহেব তার বিরোধিতা করায় তার উপর হামলা করেন, এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে তাকে মারদোর করায়, পরে লাইভে এসে এলাকাবাসী কে হুমকি দুমকি করেন ও যারতার উপর আক্রমন করেন।

গত ৮ ই জুলাই রোজ সোমবার করমূলী গ্রামের গরিব বাসিন্দা অটোরিকশা চালক আব্দুল রহমান এর ছোট ছেলে তুষার কে ধরে নিয়ে গিয়ে এসিড ডেলে মেরে ফেলার চেস্টা করেন, বতর্মানে তুষার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং এলাকার আরেকজন গণ্যমান্য ব্যক্তি জনাব জামাল সাহেব কে পেয়ে মারধর করে যখম করেন।
তার আতঙ্কে করমূলী নিবাসী থানায় অভিযোগ করেন।
এখনো তারা খুবই আতঙ্কে আছেন সন্তাসী আসিস এর ভয়ে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content