ঢাকাসোমবার , ৬ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়ারী গ্রেপ্তার

Developer Zone
মার্চ ৬, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়ার শিবপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রীসহ ১০ জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামদিয়া বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকার মো. জিল্লুর শেখ এর চায়ের দোকান ঘরের ভিতর হতে তাদেরকে জুয়ার খেলার আসর হইতে জুয়ার সামগ্রীসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়ারীরা হলো, উপজেলার বারমল্লিকার মো. কানু শেখের ছেলে মো. জিল্লুর শেখ(৪০), মৃত রহমত আলী শেখের ছেলে মোঃ সেলিম শেখ(৪৫), মো. নবু শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩৮), মৃত আমির আলী শেখের ছেলে মো. সবদুল শেখ ওরফে ফরহাদ (২৪), মৃত দবির উদ্দিন শেখের ছেলে আব্দুর রহিম (৪৭), মো. নবু শেখের ছেলে মো. শরিফ শেখ (২৮), মো. আজাহার শেখের ছেলে মো. মাজেদ শেখ (৩০), মো. জামাল সরদারের ছেলে মো. লিটন সরদার (২৭) শিবপুরের মো. হারুন মোল্লার ছেলে মো. বিপ্লব মোল্লা ওরফে বিপুল মোল্লা (২২), মৃত এছেম আলী শেখের ছেলে মোঃ ইউনূছ শেখ(৫৬)।

সোমবার (০৬ মার্চ) বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় জুয়া আইনে মামলা মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।