২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২৫:৫৭ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়ার সামগ্রীসহ ৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জুয়ারীরা হলো, সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরাথপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. জাকির শেখ (৩৫), মো. আনোয়ার শেখের ছেলে মো. মাসুদ রানা (৩৮), মো. আবুল বাশারের ছেলে মো.লিটন শেখ (৩৬), মো.শাহজাহান বেপারীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০), মৃত জলিল পাটোয়ারির ছেলে মো.আ. রহিম (৫৫), মো.আব্দুল মতিনের ছেলে মো.আবুল হোসেন (৫৩), মো.শাহজাহান বেপারীর ছেলে আ.রশিদ (৪৮) এবং একই ইউনিয়নের রশড়া গ্রামের মৃত কিতাবদী শেখের ছেলে মো.আব্দুল শেখ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান ৮ জুয়ারীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে