২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২৩:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর( নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জির জন্মদিনে চন্ডিগড় অনাথ আশ্রমের ১৫০জন অবহেলিত অনাথ শিশুদের সঙ্গে জন্মদিন উৎসব পালন করেন সাদ্দাম আকঞ্জির পরিবার।
জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় অনাথ আশ্রম মঞ্চে অনাথ শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটা হয়। কেক কাটা শেষে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং আশ্রম মাতা নিশাদেবীকে আশ্রম উন্নয়নকল্পে আর্থিক অনুদান দেন সাদ্দাম আকঞ্জির সহধর্মিণী মোনালিসা ইয়াসমিন।
আশ্রম মাতা নিশা দেবী বলেন “এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সাদ্দাম আকঞ্জির পরিবারকে অভিনন্দন। এরকম উদ্যোগ প্রত্যেকে নিলে সমাজটাই বদলে যাবে” আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি।