অপরাধ

পিরোজপুরে দূর্বিত্তদর ছুরিকাঘাতে গুরুতর আহত বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট

৪ মার্চ ২০২৩ , ১১:১৭:৪৬ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি :

দূর্বিত্তদর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে পিরোজপুর বাস মালিক সমিতির নেতা নজরুল ইসলাম। আজ শনিবার বেলা ১১ টায় ডাক দিয়ে যাই অফিসের সামনে ওৎ পেতে থাকা একদল দুর্বিত্ত ধারালো ছুড়ি নিয়ে তার উপর হামলা চালায়। এতে তার পেটসহ শরীরের বেশ কয়েক জায়গায় গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রিমন জানান, আহত নজরুলের পেটসহ শরীরের বেশ কয়েক জায়গায় ছুড়ির আঘাত পাওয়া গেছে।
আহত নজরুল ইসলাম জানান, বাস মালিক সমিতিকে চাঁদা মুক্ত করার জন্য বর্তমান কমিটির গুরুত্বপূর্ণ ভুমিকার কারনে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম (এমপি) আহত নজরুলকে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে যান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content