৫ এপ্রিল ২০২৩ , ১০:১০:০৩ প্রিন্ট সংস্করণ
মোঃ আলী হোসেন মোল্লা
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
অসময়ের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পটুয়াখালীর নিম্নাঞ্চলের রবিশস্য ক্ষেত। এদিকে পানি অপসারণ করতে না করতেই আকাশে রোদ উঠছে। তাই পানি গরম হয়ে মরে যাচ্ছে গাছ। এতে দিশেহারা কৃষক।
সরজমিনে রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গিয়ে দেখাগেছে, ক্ষেতের মধ্যে থৈথৈ পানি। কষ্টের ফসল ডুবে আছে বৃষ্টির পানিতে। তাই কৃষক মনির মৃধার মাথায় হাত! এবছর সে চার একর জমিতে প্রায় তিন লাখ টাকা ব্যয় করে মুগডাল, মরিচ এবং তরমুজ আবাদ করেন। এর অধিকাংশই এখন ক্ষতির মুখে। তাই চরম দুশ্চিন্তায় সে। শুধু এই কৃষকের জমি নষ্ট হয়েছে এমন নয়। গত কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর, চর মোন্তাজ ও চালিতাবুনিয়ার নিম্নাঞ্চলের ফসলি ক্ষেত। পানি জমে নষ্ট হচ্ছে মুগডাল, ফেলন ডাল, তরমুজ, মরিচ, আলু, বাদাম ও সূর্যমূখী সহ অন্যান্য রবিশস্য। এমন অবস্থায় দিশেহারা কৃষকরা। এখনো অনেক ফসলই পাকেনি। তাই ক্ষেত থেকে তুলে ঘরে নিতেও পারছেন না। এদিকে পানি নিষ্কাশন করতে না করতেই আকাশে রোদ উঠেছে। রোদের তাপে মরে যাচ্ছে ফসল। জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে,