২৫ ডিসেম্বর ২০২৩ , ৮:০১:৫০ প্রিন্ট সংস্করণ
অষ্টগ্রামে ৩শ শীতার্ত মানুষ পেল কম্বল
বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘অষ্টগ্রাম মানবিক ফাউন্ডেশন’।
আজ সোমবার সকালে কাস্তুল ইউনিয়নে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩০০শত শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলেদেন অতিথিরা।
স্থানীয় সামাজিক সংগঠন ‘অষ্টগ্রাম মানবিক ফাউন্ডেশন’ উদ্যোগে নিজেদের অর্থ্যায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক গরীব মানুষের মাঝে শীত উপহার হিসাবে এসব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ বাবুল। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন অষ্টগ্রাম উপজেলার সভাপতি মো. ফরিদ রায়হান, সাংবাদিক ঝুটন মিয়া, সংগঠন পরিচালক জুয়েল আহমেদ রানা, পরিচালক রোজি আশরাফি, পরিচালক আল আমিন জামাল, পরিচালক আদিবা আক্তার প্রমূখ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের মাঝে উঞ্চতা বিলানোর এই মহতি উদ্যোগতারা সমাজের আইডল। তাদের উদ্যোগ মানুষের জন্য। এই শীতে যে-যার অবস্থান থেকে সাধ্যমত সবাই এগিয়ে আসা দরকার।