অন্যান্য

যে যাই বলুক, যে যাই ভাবুক এসে গেছে ফাগুন!

ডেস্ক রিপোর্ট

১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

খান মাহাদীঃ

ফাগুন এসে গেছে, এসে গেছে বসন্ত ফুলে ফুলে সেজেছে সবুজ বনানী, উড়ছে লাল নীল বাহারী প্রজাপতি ভ্রমর উড়ে উড়ে শোনায় গুনগুনানী। শিমুলের বনে লেগেছে আগুন ঝিরিঝিরি হাওয়া বলছে এসেছে ফাগুন, ফাগুনের আগুনে পোড়ে কতো প্রেমিকগন কতোজন ফিরে পায় নিজের স্বজন, কতোজনের আকুতি মিশে পাখির তানে মুখরিত হয় বনানী কোকিলের গানে। টিয়ার ঠোঁটে মিশেছে শিমুলের লাল উড়ে উড়ে ডাকছে বসন্ত বাউরি, পলাশের লালে রাঙিয়েছে সিঁথির সিদূর প্রিয়জন ফেলে যাবে নাইওরী। হলু…

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content