খেলাধুলা

গোয়ালন্দে ভলিবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার গৌরব অর্জন ‘সোনালী অতীত ক্লাবের’

ডেস্ক রিপোর্ট

২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:০২:৫৪ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় ‘রনি খান স্মৃতি সংঘ ভলিবল’ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে সোনালী অতীত ক্লাব।

গত ৫ ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে দৌলতদিয়া ১নং ফেরিঘাটের ‘রনি চত্বরে’ ১২টি দলের অংশগ্রহণে দৌলতদিয়া রোমান একাদশ ক্লাব এ টুর্নামেন্ট এর আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী জেলা মটরচালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টেটি উদ্বোধন করেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় টুর্নামেন্ট এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় সোনালী অতীত ক্লাব, দৌলতদিয়া বন্ধু একাদশ ক্লাবকে ২-০ তে পরাজিত করে প্রথম সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলায় সোনালী অতীত ক্লাবের অধিনায়ক মজিবুর রহমান খান জুয়েল সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

খেলা সম্পর্কে সোনালী অতীত ক্লাবে অন‍্যতম খেলোয়াড় মজিবুর জুয়েল, জুলফিকার আলী, মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা অনেক আগেই নিয়মিত খেলাধুলা থেকে অবসর নিয়েছি তবে এপ্রজন্মের তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে মাঠে নেমেছি। তারপরেও আমাদের দল ভালো খেলে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। চেষ্টা করবো দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content