২১ মার্চ ২০২৩ , ১১:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ
বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১শে মার্চ মঙ্গলবার স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির অধীনে উপজেলা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এল,ডিডিপি)সহযোগিতায় বিদ্যালয়ের ছাএ-ছাএীদের জন প্রতি ২০০ মিলি গ্রাম দুধ খাওয়ার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উদ্ভোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:ইব্রাহিম মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুল্লাহ আকন্দ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: শহীদুল্লাহ,উপজেলা প্রকৌশলী ফাইজুর রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা:নাজমুল হাসান,প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান,ভানু রঞ্জন বিশ্বাস (প্রধান শিক্ষক) প্রমুখ।উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জানান,প্রতিদিন বিদ্যালয়ের ৩৭৬ জন ছএছএীকে ২০০ মিলি গ্রাম ওজনের খাঁটি দুধের প্যাকেট দেওয়া হবে।এ প্রকল্প অব্যাহত থাকবে। হাওরের তিনটি উপজেলা ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম,১টি করে প্রাথমিক বিদ্যালয় এ প্রকল্পের আওতায় থাকবে।