
রাজবাড়ীর গোয়ালন্দে ও কালুখালীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার এবং হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
হেরোইন সহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দৌলতদিয়া বাজার এলাকার বিপ্লব ব্যপারী’র স্ত্রী সিমা (৩৮)। ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বহরের কালুখালী এলাকার মুনছের মন্ডলের স্ত্রী মোছা. সাহিদা খাতুন (৪৫) ও একই এলাকার মো. হানিফ মন্ডলের ছেলে মো. আলেপ হোসাইন (৩০)।
সোমবার (১৭ এপ্রিল ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তানভীর হোসেন খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পৃথক দুটি টিম ১৭ এপ্রিল সোমবার সকালে কালুখালী উপজেলার উল্লেখিত আসামি মোছা. সাহিদা খাতুন ও আলেপ হোসাইনের বসত বাড়ী থেকে নিজ দখলে থাকা ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ও রোববার (১৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে আসামি সিমা’র উল্লেখিত বসত বাড়ী থেকে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় একটি ও কালুখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।