দেশজুড়ে

আলতলীতে নদীতে গোসল করতে গিয়ে এক শিশু নিখোজ*

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৩ , ১১:৫৪:০৮ প্রিন্ট সংস্করণ

মোঃ আল- মামুন। আমতলী প্রতিনিধি।

নদীতে গোসল করতে গিয়ে জাহিদ (০৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১ টার দিকে পায়রা নদীর লঞ্চঘা টের কাঠ বাজার সংলগ্ন মালামাল খালাস করার ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে এমন ধারণা এলাকাবাসীর।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নং ওয়ার্ডের জুয়েলের ছেলে জাহিদ পায়রা নদিতে গোসল করতে নেমে আর বাড়িতে ফিরে না আসায় বিকেল ৪ টায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। নদীর ঘাটে জুতা ও শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয় যে জাহিদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ এর নেতৃত্বে সন্ধ্যায় একটি টিম ঘটনাস্থলে এসে পানিতে পড়ার বিষটি নিশ্চিত হয়।

আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাৎ জানান, পটুয়াখালী স্টেশনের ডুবুরি দলকে খবর দিয়ছি। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তারা আসলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content