২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ
নজরুল ইসলাম আলীমঃবাকেরগঞ্জের বহুল আলোচিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মরম আকবর আলী খানের পুত্র আওলাদ হোসেন লিটন খানের হাত ও পায়ের রগ কর্তন মামলায় সাজা প্রদান করেছেন বরিশালের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আদালত সূত্রে জানা যায় যে, গত ২০শে ফেব্রুয়ারি রোজ সোমবার বাকেরগঞ্জ থানার জি,আর মামলা-১০৪/২০১৮ নং মামলায় বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩২৬/৩০৭/১৪৯ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কৃষ্ণকাঠী সাকিনের মৃত সায়জদ্দিন হাওলাদারের পুত্র আল আমিন হাওলাদার,মৃত রুস্তুমের পুত্র মাসুম,মজিদ খানের পুত্র মুসা,মৃত আজাহার আলী খানের পুত্র শহিদ খান,মৃত আমজেদ খানের পুত্র ইউসুফ ভান্ডারী,চাঁন খানের পুত্র হুমায়ুন খান,মৃত কোব্বাত আলী খানের পুত্র চাঁন খান,শহীদ খান এর পুত্র স্বাধীন খানকে ৫ বছর সহস্ত্রম কারাদণ্ড প্রদান করা সহ প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। উক্ত রায়ের খবর শুনে এলাকাবাসীর স্বস্তি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।