আইন

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ গরু অবৈধ কয়লা আটক

ডেস্ক রিপোর্ট

৮ এপ্রিল ২০২৩ , ১:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ- সুনামগঞ্জ ২৮বিজিবি’র অধীনস্থ বিওপির টহল দল বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে,
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ, গরু, অবৈধ কয়লাসহ আটক করেছে বিজিবির জোয়ান।

৮ এপ্রিল শনিবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে  সময় টেকেরঘাট বিওপির টহল দল , সীমান্ত পিলার ১১৯৮/১-২ এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া ও ট্যাকেরঘাট নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ ও ১৫০০কেজি অবৈধ কয়লা  আটক করে।

অপর দিকে ৮ এপ্রিল ভোর সাড়ে তিনটার সময়  চারাগাঁও বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকট শূণ্য রোখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ি নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক পরিচালক পিবিজিএম  মো: মাহবুবুর রহমান,এর সততা নিশ্চিত করে বলেন,
আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভারতীয় কয়লা ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content