দেশজুড়ে

মিডিয়া কাপের চ্যাম্পিয়ন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি

 

মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।

কুমিল্লা মিডিয়া ক্রিকেটে ফটো সাংবাদিক ফোরামকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি। রবিবার (৫ মার্চ) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১১টায় খেলায় টসে জিতে রিপোর্টার্স ইউনিটি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ফটো সাংবাদিক ফোরাম ২৫ ওভারে ১৯৫ রান করেন। দলের পক্ষে তামজিদ হোসেন লিপু ৩৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রিপোর্টার্স ইউনিটি ৯ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই জয় তুল নেন। সোহান সর্বোচচ ৫০ রান করেন ও আবরার আল দাইয়ান করেন ৩৬ রান । ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউনিটির সোহান এবং টুর্ণামেন্ট সেরা হয়েছেন ফোরামের মোস্তাফিজ।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খান। এ সময় কুমিল্লার সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মান্নান। এ সময় আরো বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক,জার্নালিস্ট ফোরামের সভাপতি সাদিক মামুন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির রণী, সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সি, আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া, দেশরূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির। এছাড়া চার টিমের পক্ষ থেকে জাগরণী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক, আজকের পত্রিকার জহিরুল হক বাবু ও ভোরের কাগজের আনোয়ার হোসাইন বক্তব্য রাখেন।

শনিবার (৪ মার্চ) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আফজাল হোসেন। ওই সময় কুমিল্লার সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশান আলী মাষ্টার, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক পূর্বাশার সিনিয়র প্রতিবেদক সহিদ উল্লাহ, ভোরের কাগজের প্রতিনিধি এম ফিরোজ মিয়া ও দেশরূপান্তরের প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির। এ সময় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সি, জার্নালিস্ট ফোরামের সভাপতি সাদিক মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফ উদ্দিন রণীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নক আউট পর্বের প্রথম ম্যাচে ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন প্রথমে ব্যাট করে ১৫৯ রান করেন। পরে ফটো সাংবাদিক ফোরাম ব্যাট করে জয় তুলে নেন। শনিবার দিনের অপর ম্যাচে প্রথমে ব্যাট করে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি ১৯২ রান করেন। পরে কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ১৮২ রান করেন।উক্ত ম্যাচে ৯৪ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয় সৌরভ।

রোববার ফাইনালে রিপোর্টার্স ইউনিটি ফটো সাংবাদিক ফোরামের মুখোমুখি হয়। খেলায় রিপোর্টার্স ইউনিটি চ্যাম্পিয়ন হয়।

কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন ও হিউম্যান বিয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এই টুর্ণামেন্টটির আয়োজন করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content