অপরাধ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ, কয়লা, মটর সাইকেল এবং ঠেলাগাড়ী আটক

ডেস্ক রিপোর্ট

১১ এপ্রিল ২০২৩ , ৪:০৬:৫৬ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে, বিজিবি’র বিওপির টহল দল  বিশেষ অভিযানে ভারতীয় মদ, কয়লা, মটর সাইকেলসহ ঠেলা গাড়ি আটক করেছে বিজিবির জোয়ান।

১১ এপ্রিল মঙ্গলবার রাতে পৃথক পৃথক স্থানে
টেকেরঘাট বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে,  সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট, ও বড়ছড়া   নামক স্থান হতে ১,৩৫০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি ঠেলাগাড়ী ও ১০০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি মটর সাইকেল আটক করে।

অপর দিকে  ১০ এপ্রিল চারাগাঁও বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯৫/৫-এস এর নিকট হতে  আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা নামক স্থান হতে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২৮,০০০/- টাকা।

অন্য দিকে  ১০ এপ্রিল বালিয়াঘাটা বিওপির টহল দল অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক পরিচালক পিবিজিএম মোঃ মাহবুবুর রহমান এর সততা নিশ্চিত করে বলেন,  আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভারতীয় কয়লা, মটর সাইকেল এবং ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content