৭ এপ্রিল ২০২৩ , ৬:১৭:১১ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের নবগঠিত উপজেলার সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবার এবার নানামুখী কার্যক্রম নিয়ে সফল ভাবে এগিয়ে যাচ্ছেন।
২০২১ সালের শুরুর দিকে প্রতিষ্ঠা লাভ করা এ সংগঠনটি সেই থেকে বিভিন্ন কর্মসূচী পালন কার্যক্রম অব্যাহত রেখেছে। ম্যাসেনজার গ্রুপ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রায় দুই বছর ধরে। বর্তমানে এই গ্রুপে চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী, ব্যবসায়ী প্রতিনিধিসহ এডমিন রেহেনা নোমান কাজল,এম আবু হেনা সাগর,মহিউদ্দিন মাহী,কার্যনিবাহী সদস্য আবদুল্লাহ মিয়াজী,রোকেয়া জান্নাত ও ছৈয়দ ইসলাম সাকিবের দক্ষতায় সুচারু ভাবে এগুচ্ছে ঐক্য পরিবারের কার্যক্রম।
ঐক্য পরিবার” কর্তৃক গেল শবে বরাত ও চলমান মাহে রমজানে টুপি বিতরন কার্যক্রম চলছে। ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, পথচারী,সাধারন মুসল্লী,সাংবাদিকসহ মহেশখালী, চট্রগ্রাম, নোয়াখালী, ভোলায় মসজিদে টুপি বিতরন এবং জায়নামাজসহ তাসবিহও বিতরন করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০২১ সাল থেকে ঐক্য পরিবার ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন হেফজখানায় ছয় শতাধিকেও বেশি কোরআন শরীফ বিতরন করা হয়। এটি অব্যাহত রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরন, বৃক্ষরোপন ও বিতরন করা হয়। বৃহৎ আকারে ইফতার,দোয়া মাহফিল করা হয়। সে সাথে বার্ষিক সম্মিলনের মাধ্যমে নতুন কমসূচীর পরিকল্পনাও করা হয়।
করোনার কঠিন সময়ে অসহায়, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরন,মসজিদ ভিত্তিক সাবান বিতরন ও তিন হাজারের অধিক মাস্ক বিতরন করে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে ঐক্য পরিবার।
ঈদগাঁও ও রামু উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠানে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধসহ কোরান ও নামাজ শিক্ষা চালু করনের দাবীতে সচেতনতা সমাবেশ করে বেশ প্রসংশিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। পাশাপাশি ঐক্য পরিবারের পক্ষে ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে থ্যালাসেমিয়া (রক্ত শূন্যতা) রোগীর পরিক্ষা-নিরিক্ষার ক্ষেত্রে ডিসকাউন্ট চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ডিসকাউন্টের সুবিধা আদায় করে নেয়া হয়। ঈদগাঁওতে কারিগরী শিক্ষা (ভোকেশনাল কোর্স) চালুর দাবীতে জেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়। ঈদগাঁওতে থ্যালাসেমিয়া সেন্টার বাস্তবায়নের লক্ষে থ্যালাসেমিয়া রোগীর তালিকা করা হয়েছে।