ঢাকামঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

প্রতারণা মামলায় পবিপ্রবির অধ্যাপক কারাগারে

Developer Zone
মার্চ ২১, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ওবায়দুর রহমান, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:- প্রতারণার মামলায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. এ এস এম ইকবাল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সিআর ২০১/২২প্রতারণা মামলায় সোমবার জামিন প্রার্থনার জন্য আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরন করেন।
বাদী পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, মামলার বাদী ইন্দ্রজিৎ গাইন তার ভাইসহ কয়েকজনের সেনাবাহিতে চাক জন্য ২০২১সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এস এ এম ইকবাল হোসাইনকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা সহ একটি চক্রকে মোট ২৬ লাখ টাকা প্রদান করলে তাদেরকে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। ওই নিয়োগ পত্র নিয়ে খুলনা ক্যান্টনমেন্টে সৈনিক পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্র ধরা পড়ে। প্রার্থীরা টাকা ফেরত চাইলে টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে এক চাকুরী প্রার্থীর ভাই ইন্দ্রজিৎ গাইন বাদী হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২০১/ ২২ মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। ওই মামলায় গতকাল সোমবার অধ্যাপক ড.ইকবাল আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তামান্না আক্তার তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত এসব তথ্য জানিয়েছেন, এছাড়াও তার বিরুদ্ধে আরো জাল জালিয়াতির মামলা চলমান আছে বলে তিনি জানান। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বলেন তার জেল হাজতের বিষয়টি এখন পর্যন্ত আমাদের জানা নেই

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।