দেশজুড়ে

তাহিরপুরে, যথা রীতি অনুসরণে মহান  স্বাধীনতা দিবস পালিত

ডেস্ক রিপোর্ট

২৬ মার্চ ২০২৩ , ৮:৫৬:২৮ প্রিন্ট সংস্করণ

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে, মহান স্বাধীনতা দিবসের যথা রীতি নিয়ম অনুসরণের মধ্যে দিয়ে ২৬ মার্চের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এ- দিবস উপলক্ষে  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায়  জাতীয় পতাকা উত্তোলন, কুচকা আওয়াজ, বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

আজ২৬ মার্চ রবিবার তাহিরপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দিবসের কর্যক্রম অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন
করেন সুনামগঞ্জ এক আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজে ( বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ডিফেন্স সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, কৃষি কর্মকর্তা হাসান উর দৌলা,পঃপঃ কর্মকর্তা ডাক্তার মির্জা রিয়াদ হাসান ,ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধাগন ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content