২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৪৭:৫৪ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) রবিবার বিকালে ৩টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীণতা মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল সাবেক এমপি।
সমাবেশ উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান (হ্যাপী) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মোঃ রেজাউল করিম শিকদার (মন্টু), শেখ ফিরোজসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।