দেশজুড়ে

ফেসবুকে অপপ্রচার করায় কথিত সাংবাদিক খান মাইনউদ্দিন ও সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন ফজলু কারাগারে।

ফেসবুকে অপপ্রচার করায় কথিত সাংবাদিক খান মাইনউদ্দিন ও সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন ফজলু কারাগারে।

নলছিটি উপজেলা প্রতিনিধিঃ-ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। নলছিটির দপদপিয়া ইউনিয়নের সাংবাদিক মাইনউদ্দিন, ও সাবেক ইউপি সদস্য হেমায়েত হোসেন ফজলু’কে। জানা গেছে, মাইন উদ্দিন সহ আসামীরা দীর্ঘ দিন যাবত বিভিন্ন নিজ নামীও এবং ফেক আইডি থেকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম আকন, ও তার স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে আসছে।এ ছাড়াও নিজেকে সাংবাদিক আখ্যা দিয়ে দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক সরকারী কাজে বাধা প্রদান সহ, ফেসবুকে অপপ্রচার করছিল মাইনউদ্দিন এবং রাজনৈতিক নেতাকর্মীকেও তিনি ফেসবুকে পোষ্ট দিয়ে মানসম্মান ক্ষুন্ন করে আসছিল, এতে ইউপি সদস্য ও তার পরিবারের সম্মান ক্ষুন্ন হলে তিনি ঝালকাঠী জেলার নলছিটি,উপজেলাধীন দপদপিয়া ইউনিয়নের উওর জুরকাঠি গ্রামের আজিজ খানের ছেলে ,খান মাইনউদ্দিন ,ওরফে হকার মাইনউদ্দিনকে ১ নং আসামী, স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওহাব হাওলাদারের ছেলে, হেমায়েত হোসেন ফজলু’কে, ২ নং ইউসুফ হোসেন, মৃধার ছেলে, নাজমুল হোসেন বশিরকে, ৩ নং শুক্কুর মৃধার ছেলে সুজন মৃধাকে, ৪ নং শাকিল আহমেদ কে, ৫ নং আসামি করে ,গত-১৫ মে ২০২৩ইং তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। যার নং-৪৩/২০২৩ইং। আসামীদের সবার বাড়ি দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী গ্রামে। তারই ধারাবাহিকতায় আসামীরা রবিবার আদালতে হাজির হলে সিআইডির দেয়া রিপোর্টে প্রমানিত হওয়ায়, বিচারক মো: গোলাম ফারুক ৫ আসামীর মধ্যে ১ ও ২ নং আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন, ও অপর ৩ আসামীকে বাদীর সাথে আপস করার শর্তে তাদেরকে জামিন দেন।মামলার বাদি সাইফুল ইসলাম আকন বলেন, হকার মাইন উদ্দিন বিভিন্ন লোককে ফেসবুকে পোষ্ট দিয়ে সামাজিকভাবে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়। আর এটাই ওর পেশা। তিনি আদালতের কাছে সঠিক বিচার চেয়েছেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

রূপগঞ্জে জাপা প্রার্থীর প্রচারণায় বাঁধা রাতের আঁধারে পোস্টার ছেঁড়ার অভিযোগ। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে জাপা প্রার্থী রুপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলামকে নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। তার নির্বাচনি কেম্পে পন্ড করা এবং সমর্থকদের হুমকি ধামকি সহ তাদের নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও করেন তিনি।গতকাল ৩০ শে ডিসেম্বর রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভুলতা ইউনিয়নের ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মিয়াবাড়ি, মর্তুজাবাদ, নাহাটি, মাছিমপুর,তারবো পৌরসভার নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগের পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় জনাব সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনই প্রতিটি রুপগঞ্জের এলাকায় গিয়ে ভোটারদের দ্বারে দ্বারে লাঙ্গল প্রতীকের জন্য ভোট চাচ্ছি। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ও অন্যান্য দলের সমর্থকরা আমাকে ও আমার কর্মীদের নির্বাচনে প্রচারণা ও গণসংযোগে বিভিন্নভাবে বাঁধা প্রদান করছে। এছাড়া কায়েতপাড়া ও দাউদপুরে নোয়াপাড়াতে আমার পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। নির্বাচনে যারা আমার সমর্থনে কাজ করছেন তাদের মধ্যে কয়েকজনকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমি যেখানেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। জনসাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাধরে গ্রহণ করছেন ৭ তারিখ নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার সাথে পূর্বাচলের কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত রয়েছে আমি রূপগঞ্জকে আরো সমৃদ্ধ আরো উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো ইন শা আল্লাহ।

কদলপুর ইউনিয়ন রাউজান সর্বজনীন পেনশন স্কিমের স্পট রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

০৬ বোতল ফেন্সিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঝিনাইদহের সাংস্কৃতিক নেতা সাংবাদিক আলমগীর

ঝিনাইদহের সাংস্কৃতিক নেতা সাংবাদিক আলমগীর

চেয়ারম্যানের পিতা আই’সি’ইউ’তে ভর্তি,দেখতে এমপির সহধর্মিণী শারমিন সালাম ও চেয়ারম্যান