২ এপ্রিল ২০২৩ , ৩:৫৬:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর।। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু ভোটাদের সাথে মত বিনিময় সভা করেছেন। গতকাল রবিবার গাজীপুর সিটি কর্পোরেশন ৪৪ নং ওয়ার্ড টঙ্গী পূর্ব গোপালপুর এলাকায় নির্বাচনী মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়। মহানগর ৪৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোক্তার হোসেন রতন এবং ৪৪ নং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রায়হান আহমেদ স্বপন এর সঞ্চালনায় মত বিনমিয় ও কর্মী সভায় মনির হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত এবং বক্তব্য রাখেন গোপালপুর গ্রাম আওয়ামীগের সভাপতি নাছির উদ্দিন,আওয়ামীলীগ নেতা বাবুল মোল্লা,ইন্জিনিয়ার মতিউর রহমান, জামালউদ্দিন খান বিএ,আব্দুস সালাম,৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক রবিউল আলম পাইলট,কৃষকলীগের সভাপতি পদপ্রার্থী মনির হোসেন টঙ্গী রাইজিং সান স্কুলের প্রতিস্টাতা নাসির উদ্দিন,আবুল হোসেন খোকন,যুবলীগ নেতা হাফিজুর রহমান হানিফ,৪৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক বিল্লাল হোসেন,৪৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আবুল কর্মীসভা অনুষ্ঠানে এসময় এলাকার লোকজন বলেন গরীব দুখী মেহনতী মানুষের প্রিয়জন গাজীপুর সিটি করপোরেশন ৪৪ নং মাজহারুল ইসলাম দিপু ২০১৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়ননের কাজ করেন এবং ২০১৮ সালে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বিগত ১০ বছর যাবত রাস্তাঘাট ড্রেন টিউবওয়েল ও মাদক সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন।
মত বিনমিয় সভায় ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু বলেন অত্র ওয়ার্ডের যেসব রাস্তাঘাট কালবাট ড্রেনের কাজ অসমাপ্ত রয়েছে ইতিমধ্যে সবগুলো কাজের টেন্ডার হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সেসব কাজ সম্পন্ন করা হবে তাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের পাশে থেকে সেই অসমাপ্ত কাজগুলো করে যেতে পারি এর জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।