খেলাধুলা

রাঙ্গাবালী’তে  সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট

১৮ মার্চ ২০২৩ , ৫:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ

 

মোঃ হানিফ মিয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি

রাঙ্গাবালীর মৌডুবী ইউনিয়নে মৌডুবী  সরকারী মাধ্যমিক  বিদ্যালয়ে বার্ষীক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ সকাল ১০.০০ টায় অনুষ্ঠান শুরু হয়। মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মৌডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল মাহমুদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য  মহিববুর রহমান মহিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,  রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  এইচ এম মোশাররফ হোসেন, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন সান্টু, বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার, মৌডুবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিপন মাহমুদ, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান শিবলী, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, মৌডুবী ইউনিয়ন যুবলীগ নেতা এনায়েত হোসেন, রাঙ্গাবালী উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ, এছারাও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ৪ সংসদীয় আসনের এমপি মহিববুর রহমান মহিব। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রতিযোগিতার অংশ হিসেবে ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান, নাচ এবং
বালক ও বালিকা  দৌড়, বিস্কুট দৌড়, চাকতি নিক্ষেপ, মোমবাতি জ্বালানো, ভিতর বাহির, দীর্ঘ লাফ, মেধা পরীক্ষা, মার্বেল দৌড়, মোরগ যুদ্ধ, ঝুরিতে বল নিক্ষেপ, বালিশ খেলা, মটর সাইলকেল প্রতিযোগিতা, পাবলিক ৫০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেণ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content