খেলাধুলা

চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৩ এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৩ , ১:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

 

নান্দাইল (ময়মনসিংহ) থেকেঃ সারোয়ার জাহান রাজিব।

ময়মনসিংহ নান্দাইল উপজেলা গত রবিবার (২৩ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৩ এর আয়োজনে উক্ত ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। মিলন মেলায় উক্ত ব্যাচের বিদ্যালয়ে অধ্যায়ন কালীন সময়ের শিক্ষকদের অতিথি হিসেবে রাখা হয়। তৎকালীন সময়ে শিক্ষক পাঠ দান করতেন তাঁদের অনেকে এখনো অত্র বিদ্যালয়েই শিক্ষক হিসেবে আছেন, অনেকেই অবসরে চলে গেছেন, কেউ কেউ বদলি হয়ে চলে গেছেন দেশের স্বনামধন্য অন্যান্য স্কুলে। কিন্তু ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সবাই ছুটে এসেছেন বিদ্যালয় প্রাঙ্গণে। ২০০৩ ব্যাচ এর
শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন, ওমর ফারুক, মলয়, পারভেজ, রানা, রাজিব, জুটন, টিটু, তুষার, চন্দন, রুবেল, রিয়েল, নিহাদ, খোকন, জাহির ভূঁইয়া, কবির, বাবুল, জামান, শফিক, জামান, রনি, জাহির (ইটালী প্রবাসি), সোহাজ, নয়ন, মানিক, শহীদ, নাঈম, সিজার, রাসেল, রাজীব, রাসেল, নয়ন, মাহবুব, মামুন, সোহাগ রাজ, চন্দন, হালিম, পলাশ, তারেক, সৌরভ, সৈকত, রানা, কবি মামুন সহ আরও অনেকেই।
মিলন মেলায় ফুটবল খেলা, স্মৃতিচারণ মূলক আলোচনা, ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যে শিক্ষকগণ ইতোমধ্যে ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা মোনাজাত করেন ২০০৩ ব্যাচ। সর্বশেষ ফুটবল খেলার দু-পক্ষের প্রতিযোগীদের পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ্য যে ফুটবল খেলাটি পরিচালনা করেন শুনু।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content