অপরাধ

হাটহাজারীতে ফসলী জমির মাটি কর্তনের দায়ে অর্ধ লক্ষ  টাকা জরিমানা। 

ডেস্ক রিপোর্ট

৩১ মার্চ ২০২৩ , ৬:৩২:২০ প্রিন্ট সংস্করণ

 

মোঃ নাজিম উদ্দিন হাটহাজারী চট্টগ্রাম থেকে ঃ  হাটহাজারীর গুমান মর্দ্দন ইউনিয়ন এলাকায় ফসলী জমির মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করল  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ শাহেদুল আলম বলেন ৩১ শে মার্চ গভীর রাতে ফসলি জমির উর্বর মাটি কাটার খবর আসলে থানা পুলিশের একটি টিম নিয়ে রাত ১ টার সময় ছুটে যায়।
অভিযানে গিয়ে  দেখা যায় ২ টি মাটি বহনকারী গাড়ি মাটি ভর্তি অবস্থা পাওয়া যায় এবং মাটি কাটার অভিযোক্ত নুরুল আলম সহ গাডি ২ টি আটক করা হয়।


অভিযুক্ত নুরুল আলম, পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার  সমিতে হাট এলাকার আলী আহমদ পুত্র বলে জানা গেছে
অভিযোক্ত নুরুল আলম  জমির মাটি কাটার অপরাধ স্বীকার করেন পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০হাজার  টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় হাটহাজারী মডেল থানার একটি টিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম ও গ্রাম পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।

কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে গণমাধ্যম জানিয়েছেন উপজেলা এই চৌকস নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content