৩ এপ্রিল ২০২৩ , ১০:৫৮:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ আঃ রহিম জয়
সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম– মোহাম্মদ আবু ফয়েজ।
রবিবার (২এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ৮:৩০টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস সাংবাদিকদের জানান, একজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া ফুটওভার ব্রীজে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফয়েজকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ফয়েজ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।