মোঃ আঃ রহিম জয়
সিনিয়র স্টাফ রিপোর্ট
রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম – মো: আওয়াল হোসেন ওরফে বাবুল হোসেন ওরফে ঠুটা বাবুল ও মো: ইসমাইল হোসেন।
রবিবার (২ এপ্রিল ২০২৩ খ্রি.) রাত ১২:৫০টায় ৮নটরডেম কলেজের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানস সাংবাদিকদের জানান, কতিপয় মাদক কারবারি মতিঝিল থানার নটরডেম কলেজের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মতিঝিল থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।