দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে মাহিন্দ্রা ট্রাক্টর খাদে পড়ে ড্রাইভারের মৃত্যু।

ডেস্ক রিপোর্ট

২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১৭:৩৭ প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে হাল চাষ করে ফেরার পথে মাহিন্দ্রা হাল উল্টে সারওয়ার হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার সময় সদর উপজেলার ভেলাজান আঠারকালী নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সারওয়ার হোসেন রায়পুর ইউনিয়নের দেহন গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সারওয়ার নিজেদের হাল গাড়ি চালাতো। মঙ্গলবার বিকেলে মাহিন্দ্রায় হাল চাষ করতে অন্যের জমিতে যায়। এসময় হাল শেষ করে জমি থেকে উঠার সময় পাল্টি খেয়ে গাড়ির নিচে চাপা পরে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারওয়ার নিজের ট্রাক্টর দিয়ে নিজে হালচাষ করছিলেন। হাল শেষ করে রাস্তায় ওঠার সময় গাড়ি উল্টে চাপা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content