ঢাকাবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

Developer Zone
মার্চ ৩০, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ওবায়দুর রহমান, প্রতিনিধি,দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকি উপজেলার পাগলার মোড়ের দক্ষিণ পার্শ্বে দি বিরতি রেষ্টুয়ারেন্টের সামনে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত -১ ও গুরুতর আহত হয়েছে ৭জন।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী থেকে রাজশাহী যাচ্ছিল পথে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের কাছে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেল কে পাশ কাটাতে গিয়ে বায়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অটো রিক্সাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মোটরসাইকেল হার্ড ব্রেক করে শাওন(২২) নামে এক আরোহী নিহত ও অপর আরোহীরা এবং অটো রিক্সার আরোহীরা গুরুতর আহত হয়। ঘটনা ক্রমে কাকতালীয়ভাবে দুমকিতে সদ্য যোগদানকারী ওসি বাসের পিছনেই ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহী গুরুতর আহতদের তার পিকআপ ভ্যানে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন এবং অপরদেরকে পটুয়াখালী ও বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। বাসটি আটক করে রেকার দিয়ে উদ্ধার প্রচেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

শেয়ার করুন: