১৭ মার্চ ২০২৩ , ৩:৪০:০৫ প্রিন্ট সংস্করণ
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ই মার্চ সকাল ৯টায় বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনন্ম শ্রদ্ধা নিবেদন করলেন স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্ব অপরাপর শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।