দেশজুড়ে

দুর্গাপুরে “সাদ্দাম আকঞ্জির” আয়োজনে অসহায় রোগিদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে সাধারণ অসহায় রোগীদের
চিকিৎসাসেবা দেয়ার লক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) দিনব্যাপী ইডেন ডায়াগনোস্টিক সেন্টারে উপজেলা
ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি এ স্বাস্থ্যসেবার আয়োজন করেন।

ফ্রী এ মেডিকেল ক্যাম্পে রোগীদের ডাক্তারের পরামর্শ, রক্তের গ্রুপ, উচ্চ
রক্তচাপ ও ডায়াবেটিস নির্ণয় সহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে
স্বাস্থ্যসেবা পান ওই এলাকার প্রায় এক হাজার সাধারণ রোগী। এসময় দুর্গাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান,
স্বাস্থ্য সহকারি কবির হোসেন, সাংবাদিক মাসুম বিল্লাহ, আল নোমান শান্ত
উপস্থিত ছিলেন।
এই বিষয়ে সাদ্দম আকঞ্জি প্রতিনিধিকে জানান,
আমি আমার নেতা মাননীয় সাংসদ জননেতা মানু মজুমদারের নির্দেশনায় প্রতি বছরই বিশেষ দিন গুলোতে গরিব, অসহায় ও দুঃস্থ রোগীদের এই সেবা দিয়ে থাকি। আমি যতদিন বেচে থাকবো গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।

 

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content