দেশজুড়ে

গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ডে নৌকা মার্কার প্রধান অফিস উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট

২৯ এপ্রিল ২০২৩ , ৩:৪৯:২১ প্রিন্ট সংস্করণ

 

মোঃ শাহজালাল দেওয়ান।। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লা খানকে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গতাজ অডিটোরিয়ামের অস্থায়ী নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আ. লীগের সভাপতি আজমত উল্লাহ খান। তার নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে গাজীপুর মহানগর ৫৭ টি ওয়ার্ডে তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড পাগাড় জামতলা কাউন্সিলরের কার্যালয় নৌকা মার্কার প্রধান অফিস, ঈদগা রোড ১ টি এবং ঢাকা ঢাইং রোডে ১টি নৌকা মার্কার নির্বাচনী প্রচারণার অফিস ও পাঠান পাড়া এলাকায় ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব খালেদুর রহমান রাসেলের একটি নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ-সমর্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নৌকা মার্কার অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী সৈয়দ ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক সৈয়দ আতিক,৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব খালেদুর রহমান রাসেল,ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোসেন সোহেল,আহবায়ক সদস্য খালেদ সাইফুল্লাহ সেলিম,সাবেক ছাত্রনেতা টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম বাবু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টঙ্গী পূর্ব থানা সভাপতি বাপ্পি লস্কর.যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ইয়াসিন প্রমুখ। নৌকা মার্কা অফিস উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৬৯ সালে টঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে অ্যাডভোকেট আজমত উল্লা খানের রাজনৈতিক হাতেখড়ি। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর এর বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। পৌর চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সরকারে বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে একাধিক বিশেষ পুরষ্কারে ভূষিত হন। এছাড়াও দেশ মাতৃকার সংকটময় কালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রাখেন। তিনি দীর্ঘ ১৮ বছর দক্ষতা ও সফলতার সাথে টঙ্গী পৌর সভার চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেন। তাই আগামী ২৫ শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এই ব্যক্তি কে নৌকা মার্কা বিপুল ভোটে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন করতে হবে।
বক্তারা আরো বলেন নৌকা মার্কায় মেয়র নির্বাচিত করার পাশাপাশি এই ৪৩ নং ওয়ার্ড দীর্ঘদিন যাবৎ তিনি আগলে রেখেছে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিটি কর্পোরেশনের দুইবারের ভারপ্রাপ্ত মেয়র এবং ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আসাদুর রহমান কিরণ তিনি এবার গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড থেকে নির্বাচন না করে তারই যোগ্য উত্তরসূরী আলহাজ্ব হাবিবুর রহমান রাসেলকে নির্বাচন করার অনুমতি দিয়েছে। তাই আগামী ২৫ মে আলহাজ্ব অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের নৌকা মার্কার পাশাপাশি ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব খালেদুর রহমান রাসেল কেও বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content