সারাদেশ

ঢাকার আকাশে কালো মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে ঢাকায়

ঢাকার আকাশে কালো মেঘ,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে ঢাকায়।

আবদুল করিম সোহাগ
স্টাফ রিপোর্টার

দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। এতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে।

সকালে সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। আবহাওয়া গুমোট আকার ধারণ করে।
এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content