দেশজুড়ে

চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সংগঠক ঋভু মজুমদার

ডেস্ক রিপোর্ট

১৯ মার্চ ২০২৩ , ১১:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ

 

টনি পাল,চট্টগ্রাম স্টাফ রিপোর্টারঃ

চান্দগাও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ,নবায়ন ও সম্মেলন প্রস্তুতি সভায় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল সহকারে উপস্থিত হন চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবকলীগের অন্যতম সংগঠক ঋভু মজুমদার। তিনি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে ছাত্রলীগে যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে উঠে আসা ১০ জন নেতার মধ্যে তিনি একজন। রাজনৈতিক জীবন শুরুর পর থেকে তিনি ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের যেকোন সভা সমাবেশে অংশগ্রহণ এবং কেন্দ্রঘোষিত যেকোন কর্মসূচিতে যোগদানের মধ্য দিয়ে নগর সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের নিবেদিত কর্মী হিসেবে সাংগঠনিক কার্যক্রমে দক্ষতার প্রমাণ দিয়ে নেতাকর্মীদের কাছে ও রাজনৈতিক অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছেন। রাজনীতির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন জনসেবামূলক কাজে অংশগ্রহণ করে স্থানীয় লোকজনের কাছেও প্রশংসা কুড়িয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা ঋভু মজুমদার রাজনৈতিক জীবন ও সাংগঠনিক কর্মদক্ষতা বিচার বিশ্লেষন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাদগাঁও থানা শাখায় মূল্যবান পদে তাকেই অধিষ্ঠিত করা হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content