ঢাকাবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে চিংড়ি ঘের থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Developer Zone
মার্চ ২২, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 

বাগেরহাট জেলা প্রতিনিধিঃসৌরভ কুমার

বাগেরহাটের মোল্লাহাটে নিজের চিংড়ি ঘেরের পাড়ের নিম গাছে দুলাল হালদার (৫৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টায় উপজেলার মাটিয়ারগাতী এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। দুলাল হালদার ওই গ্রামের মৃত সুদর্শন হালদারের ছেলে। তার এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভিকটিমের পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে ঘরের দরজা খুলে ঘেরে যায় দুলাল হালদার। বাড়ি ফেরার নির্ধারিত সময় পার হলে ভোরবেলা তার স্ত্রী ঘেরে গিয়ে দেখেন, নিম গাছে ঝুলে আছে তার মৃতদেহ। এরপর খবর দিলে মোল্লাহাট থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভিকটিমের পরিবারের সদস্যরা আরো জানান, দুলাল হালদার অত্যন্ত সহজ সরল ন্যায়পরায়ন স্বভাবের। অতিসম্প্রতি সাক্ষী হিসেবে দুলাল হালদারের স্বাক্ষর সম্বলিত একটি দলিল তার এক জেঠাতো ভাই (চাচাতো ভাই) স্থানীয় সালিশি বৈঠকে উপস্থাপন করে। তখন দুলাল বিশ্বাস ভীষণ কষ্ট দুঃখ পান এবং বলেন, আমাকেও জালিয়াতি বানানো হলো। যেহেতু ওই দলিল সম্পর্কে তিনি কিছু জানতেন না এবং সাক্ষী হিসেবে তিনি কোন স্বাক্ষর করেন নাই, তাই কষ্ট পেয়ে এ আত্মহত্যা করেছে। অন্য কোন কারন তাদের জানা নাই এবং এ ঘটনায় কারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নাই।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, খবর পাওয়া মাত্র তিনি সহ তার পুলিশ ফোর্স ঘটনা স্থলে যান এবং মৃতদেহ উদ্ধার করেন। তিনি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকার করার আবেদন করায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।