১৭ জুলাই ২০২৪ , ১২:৫৫:৫৩ প্রিন্ট সংস্করণ
সন্মান মানে কোটা নয়!!! কোটা মানে সন্মান নয়
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও আওয়ামী লীগ কর্মী হিসেবে সরকার’কে বলছি – কোটার সংস্কার করে দিন।
আমরা এভাবে আমাদের ছাত্র/ছাত্রী_ভাই/বোনদের আর রক্তাক্ত হতে দেখতে পারছি না।
স্বাধীন বাংলা মানে সকলের সমান অধিকার। এই অধিকার কে মাথায় রেখে _ বাংলাদেশ আওয়ামী লীগ বা দেশের সরকার – মাননীয় প্রধানমন্ত্রী -জননেত্রী শেখ হাসিনা _আপনাকে বলবো – দেশের স্বার্থে যেমন মুক্তিযোদ্ধাদের দরকার ঠিক তেমনিও দেশের স্বার্থে মেধাবীদের দরকার।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার চিন্তা- চেতনা যেমন জাতি ও দেশকে এই বিশ্বের কাছে একটা উন্নত শীল দেশ হিসেবে গড়ে তুলা। ঠিক তেমনি আজ বাংলা দেশ এই বিশ্বের কাছে একটা আয়না হয়ে দাঁড়িয়ে ছে।
তাই -আমি -মোল্লা জাহাঙ্গীর আলম – আপনার দলের ছোট্ট ক্ষুদ্র একজন কর্মী হিসাবে আপনার কাছে জোর হাতে অনুরোধ _ এই মেধাবী ছাত্র/ছাত্রীরা ও আপনার দেশের একটা সম্পদ। এদের কে দেশের স্বার্থে কাজ করার সুযোগ করে দিন -আপনি।
আর বিষয় করে দল ও সরকারের কাছে অনুরোধ করবো- ছাত্র /ছাত্রীদের কে রক্তাক্ত অবস্থা দেখলে খুব কষ্ট লাগে। আমার ধারণা আপনার ও কষ্ট লাগে। কিন্তু সে কষ্ট হয়তো দেশের সাধারণ জনগন দেখতে পারে না বা তাদের চোখে ও পড়ে না।
সর্বশেষ – ছাত্র/ছাত্রীদের কাছেও অনুরোধ করে বলবো – আমরা যা কিছু করবো বা বলবো সরকার কে ক্ষমতা থেকে সরানোর জন্য কারোর পাতানো ফাঁদে পা দেবো না। এদিক টা ও মাথায় রাখতে হবে।
নিহতদের-আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই,সেই সাথে আহত সকল ছাত্র/ছাত্রীদের ও দ্রুত সুস্থতা কামনা করছি।হে আল্লাহ এই রক্তের খেলা তুমি বন্ধ করে দাও আমিন।
জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও রূপসা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চলমান নির্বাচন মুখি -মোল্লা জাহাঙ্গীর আলম।