দেশজুড়ে

খানসামায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

 

নুর-আমিন , খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং খানসামা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আবু হাতেমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকালে খানসামা মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হল রুমে অধ্যক্ষ সহিদুল ইসলামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোক সভায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র অত্র প্রতিষ্ঠানের প্রভাষক আনোয়ার হোসেন রানা, অত্র কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

শোক সভা শেষে মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content