দেশজুড়ে

মা- মেয়ের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২৯:০৬ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার প্রতিনিধি :

পর্যটন নগরী কক্সবাজার কলাতলীর সি আলিফ নামের একটি আবাসিক হোটেল থেকে মা- মেয়ের মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার থানা পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে ঐ হোটেলের ৪১১ নম্বর রুম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক পরিচয় না মিললেও পরে নিহত মহিলার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী বলে জানা যায়। হোটেল কর্তৃপক্ষের ভাষ্যমতে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গত ১৪ ফেব্রুয়ারী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তিন ছেলেসহ হোটেলে রুম নেন। কয়েকদিন কক্সবাজার শহরে ঘুরেও বেড়ান। হোটেলের কর্মকর্তারা আজ সকালেও তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো দেখেছে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে হঠাৎ রুম খোলা দেখে ৯৯৯ এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর থেকে দুই ছেলেকে নিয়ে স্বামী উধাও। কেন, কিভাবে এ ঘটনার সূত্রপাত তার রহস্য উদঘাটনে চেষ্টা করছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content