দেশজুড়ে

ঈদগাঁওতে ব্রয়লার মুরগির চড়া দাম : ক্রেতারা হতাশ

 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে পাইকারি ও খুচরা বাজারে মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা। পূর্বে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৬০-৬৫ টাকা। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকারি বাজারেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

বিক্রেতাদের মতে, খামারীরা হঠাৎ ব্রয়লার মুরগি দাম বৃদ্বি করায় হতাশ। জেলা সদরের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ২শ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে এসব মুরগি।

এ মুহূর্তে চাহিদার তুলনায় মুরগির দাম বেশি। এদিকে বিয়ে বাড়ী কিংবা নানা অনুষ্ঠানাদিতে মুরগির চাহিদাও কম নয়। দাম নিয়ে হতাশায় ভোগছেন ক্রেতা সাধারন।

বাজারের বিভিন্ন পয়েন্টে একই চিত্র দেখা গেছে। ব্রয়লার মুরগির পাশাপাশি বেড়েছে দেশি মুরগি,লেয়ার,পাকিস্তানি ককের দাম।কেজিপ্রতি লাল মুরগি ২৮০,সোনালী মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির দাম বৃদ্বিতে বৃহৎ এলাকার গ্রামাঞ্চলের সাধারন মানুষ হতাশ হয়ে পড়েন। আসন্ন পবিত্র রমজান মাসে দু-মুঠো ভালমানের খাবারও খেহেরিতে খেতে পারবে কিনা সন্দেহ পোষন করেন অনেকে। রমজানে খাদ্যদ্রব্যের মূল্য কমানোর জাের দাবীও জানান অসহায় লোকজন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content