দেশজুড়ে

দুর্গাপুরে বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

 

মোঃ মাসুম বিল্লাহ
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি

বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ।বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় সারা দেশের ন্যায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি দুপুরে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে শান্তি সমাবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক আকরাম আলী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনি বাউল, যুবলীগ নেতা হুমায়ুন রশিদ বাবু, যুবলীগ নেতা মহিউদ্দিন জিহাদী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগ আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content