জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী>>
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে মাসিক এনজিও সমন্বয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিম তালুকদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ সরকারি, বে-সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন এনজিওর প্রধান ও প্রতিনিধিগণ প্রমূখ।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।