ঢাকামঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলের বাষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Developer Zone
মার্চ ১৪, ২০২৩ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

 

বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দিতে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম দিন ক্রিয়া ও দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চঞ্চল শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোঃ বদিউজ্জামান ফারুক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, সমাজসেবক চৌধুরী মাহফুজুল কবীর জুয়েল, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আকরাম খান, শিক্ষক সালেহা জেসমিন, মুকুল হোসেন মৃধা, কাজি সুশমিতা, মোঃ হাসান আলী সহ এলাকার সুধীজনরা।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক মোঃ সোহেল মিয়ার উপস্থাপনায় এবং মোঃ নায়েব আলী শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধে একটি নাটক উপস্থাপন করা হয়। স্কুলের শিক্ষার্থীরা মোট ৪৪ টি ইভেন্টে প্রতিযোগিতা করে।
এছাড়া রাতে আয়োজন করা হয় অতিথি শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেয়ার করুন: