দেশজুড়ে

ফসল রক্ষা বাঁধের কাজে গাফলতি’ আটক-২

 

এস এ আখঞ্জী তাহিরপুরঃ- হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)’র সভাপতিকে আটক করেছে   সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী  ম্যাজিস্ট্রেট।

শুক্রবার ৩মার্চ দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহালিয়া হাওরেট ১৬ ও ১৯ নং পিআইসির সভাপতি ফজলুল হক ও মোজাহিদকে আটক করার নির্দেশ দেন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করা কথা কিন্তু প্রকল্পের ১৬ নং ১৯ নং প্রকল্পের কাজে গাফিলতির কারণে এখনও শেষ করতে পারেনি তাদের গাফিলতির কারণে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content