৯ এপ্রিল ২০২৩ , ১:৪০:৫৩ প্রিন্ট সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: সারোয়ার জাহান রাজিব।
জমি ক্রয় করে দেওয়ার দালালির টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধায় চায়ের দোকানে ধস্তাধস্তি, ঘটনাস্থলেই লংপুর গ্রামের কফিল উদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু।
এমনই ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলা চন্ডিপাশা ইউপির লংপুর গ্রাম।
কফিল উদ্দিন লংপুর গ্রামের মৃত আব্দুল মজজিদ ছেলে।
কফিল উদ্দিন এর ছোট ভাই বাচ্চু মিয়ার জানায়, আমি বিদেশে থাকা অবস্থায় জমি ক্রয়ের জন্য আমাদের আউয়াল মিয়ার সাথে যোগাযোগ হয়। আউয়াল আমাদের দুই পক্ষের মধ্যে মিডিয়া করে জমি ক্রয় করে দেয়। মিডিয়া হিসেবে আউয়াল আমাদের কাছ থেকে ইতিপূর্বেও টাকা নিয়েছে এবং আরও পাঁচ হাজার টাকা দাবি করে আসছিলো। ঘটনার দিন দুপুর বেলায় লংপুর বাজারে আমার দোকান থেকে বাড়ি ফেরার পথে আউয়াল আমাকে ডাক দিয়ে দালালি টাকা চায়। আউয়াল এর সাথে আমার কথা কাটাকাটি হলে সে আমাকে মারধর করে।
পরে বিষয়টি আমি বাড়িতে এসে আমার বড় ভাইকে জানাই। ইফতার শেষে সন্ধা ৭.৩০ মিনিটের দিকে আমি ও আমার ভাই কফিল উদ্দিন বাজারে আলামিনের চা দোকানে বসে আউয়াল এর সাথে কথা বলার এক পর্যায়ে আউয়াল ও আমার ভাইয়ের মাঝে ধস্তাধস্তি হয়। এতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন আমার ভাইকে মাটি থেকে তুলে মাথায় পানি দেয় এতেও আমার ভাই এর হোস ফিরেনি।
পরে আমি সহ উপস্থিত লোকজন ভাইকে বাড়ি নিয়ে যাই এবং বুঝতে পারি, ধস্তাধস্তির একপর্যায়ে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।
নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রিপোর্টে বিস্তারিত বোঝা যাবে।