দেশজুড়ে

*আমতলীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত *

ডেস্ক রিপোর্ট

৩ এপ্রিল ২০২৩ , ৪:১০:১০ প্রিন্ট সংস্করণ

মোঃ আল- মামুন, আমতলী প্রতিনিধি

রপান্তরের সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ এই শ্লোগান নিয়ে রবিবার সকাল ১০টায় আমতলীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার। বিষেশ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রাসেল, সমাজ সেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যার এ্যাডভোকেট এএইচ এম মনিরুল ইসলাম মনি, আমতলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মিলন মৃধা, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন ও রিপোর্টাস ইউনিটির সভাপতি হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content