দেশজুড়ে

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল, প্রার্থী -২৫।

ডেস্ক রিপোর্ট

৩০ মার্চ ২০২৩ , ১০:৫১:৪৩ প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে- ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন। ২৯ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উল্লেখিত প্রার্থীগণ মনোনয়ন জমা করেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সূত্রে জানা যায়, নির্বাচনে ২টি প্যানেলে ২৪ জন ও ১জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা করেছেন।

৩০ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় নমিনেশন বাছাই করা হয়। আ’লীগ সমর্থিত প্যানেলে সভাপতি পদে এ্যাড. আবু জাফর সামসুদ্দিন, সহ সভাপতি পদে এ্যাড. মির্জা মো: হাবিবুল্লাহ চৌধুরী ও এ্যাড. এস.এম হরি প্রসাদ সরকার, সাধারণ সম্পাদক পদে এ্যাড. আনিসুর রহমান খান, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী পদে এ্যাড. মো: আনোয়ার হোসেন, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. ললিল কুমার রায়, ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: জামিদুল হক, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: গোলাপ হোসেন, সদস্য পদে এ্যাড. আব্দুল কাইয়ুম, এ্যাড. মো: আশিকুর রহমান, এ্যাড. মো: ফেরদৌস হাসান, এ্যাড. জগদিস চন্দ্র বর্মন মনোনয়ন জমা করেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে এ্যাড. মো: আব্দুল হালিম, সহ সভাপতি পদে এ্যাড. মো: নুরুল ইসলাম-১ ও এ্যাড. মো: মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এ্যাড. মো: ফজলে আলম, লাইব্রেরী সেক্রেটারী পদে এ্যাড. মো: আইজুল ইসলাম, ট্রেজারার সেক্রেটারী পদে এ্যাড. মো: তোফায়েল হোসেন, কমনরুম এন্ড কালচারাল সেক্রেটারী পদে এ্যাড. মো: শাহজাহান কবির, সদস্য পদে এ্যাড. মো: আব্দুর রহমান, এ্যাড. মো: আব্দুর রাজ্জাক, এ্যাড. মো: রাহান আলী রায়হান ও এ্যাড মো: আলী আকবার মনোনয়ন জমা করেছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: আশিকুর রহমান মনোনয়ন পত্র জমা করেছেন।

উল্লেখ্য, ৩০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। পহেলা এপ্রিল বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত নমিনেশন পেপার প্রত্যাহারের শেষ সময়। ২ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং আগামী ৯ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন এ্যাড. মো: আব্দুল হামিদ, এ্যাড. আশরাফুল হাসান ও এ্যাড. মামুন আলম। নির্বাচনে মোট ২২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content