দেশজুড়ে

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১০:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃছাইফুল ইসলাম শাহীন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এলক্ষে আলোচনাসভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপিআলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ,সদও ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি,গোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধ কমান্ড ও সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content