দেশজুড়ে

কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ ইং

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ১২:১৬:৩২ প্রিন্ট সংস্করণ

 

মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় সদরপুর ইউনিয়নের কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ
অনুষ্ঠান-২০২৩ ইং
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল ইসলাম
সভাপতি-কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির ও চেয়ারম্যান সদরপুর ইউনিয়ন পরিষদ,মিরপুর কুষ্টিয়া।


উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিদায়ে ছাত্র-ছাত্রী।অনুষ্ঠানের সভাপতির হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক। আরো উপহার দিলেন বিদ্যালয়ের নবীন বরণ ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে। উপহার দিলেন বিদায়ী ছাত্র ছাত্রীদের মাঝে একটি ফাইল, কলম, এবং একটি কলম বক্স ও স্কেল।
আয়োজনে-কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃসৌরভ কুমার বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টা হতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালমান জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান, এস এম সাইকুল আলম, মনোরঞ্জন পাল, সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, নির্বাচন কর্মকর্তা ইসহাক, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য, আইন শৃঙ্খলা সভার সাথে গুরুত্বপূর্ণ ১৭’টি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে আমেরিকায়

লোহাগাড়ায় আওয়ামী মটরচালক লীগের কমিটি

রাজশাহীতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালকের মৃত্যু

শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে: এমপি মহিব