ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর_থানা_পুলিশ_কর্তৃক_চুরি_যাওয়া_স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারর

Developer Zone
ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর_থানা_পুলিশ_কর্তৃক_চুরি_যাওয়া_স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধারর সফল অভিযান

মো: আমিনুল ইসলাম, দৌলতপুর, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের দৌলতপুর থানার মামলা নং ০৩, তারিখ- ২৫/১২/২০২৩ ইং, ধারা- ৪৫৪/৩৮০ দঃ বি
১৯/১২/২৩ তারিখ দুপুর অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদী শিবালয় থানাধীন জাফরগঞ্জ হরিসভায় নাম যজ্ঞ অনুষ্ঠানে যায়। একই তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাদী ও তার পরিবারের লোকজন তাদের বসত বাড়ীতে এসে দেখে যে, তার বসত ঘরের দরজা ভাংগা। বাদী তাৎক্ষনিক ভাবে ঘরের ভিতরে প্রবেশ করে দেখে যে, ঘরে থাকা ষ্টিলের আলমারির তালা ভেঙ্গে নগদ টাকাসহ, একটি এনড্রোয়েড মোবাইল ফোন, ০৩ টি স্বর্নের আংটি , একটি ইমিটেশন আংটি, একটি রুপার কোমড়ের বিছা, ০২ জোড়া নুপুর, ০৩ টি হাতের বাজু, ০১ টি ব্রেসলেট, একটি চেইন চুরি হয়েছে। চুরি যাওয়া স্বর্নালংকার ও রৌপ্য অলংকার, মোবাইল ফোনসহ নগদ টাকা সর্বমোট মূল্য ৮৪,৭০০/- টাকা। বাদী পরে জানতে পারে যে, একই তারিখ বিকাল বেলায় তার প্রতিবেশী বিল্টু চক্রবর্তীর বাড়ীতেও চুরি হয়েছে। এ বিষয়ে বাদীর অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ দৌলতপুর থানা, মানিকগঞ্জ অজ্ঞাত নাম চোর/চোরদের বিরুদ্ধে সূত্রোক্ত মামলাটি রুজু করেন।
দৌলতপুর থানার মামলা নং ০৩, তারিখ- ২৫/১২/২০২৩ ইং, ধারা- ৪৫৪/৩৮০ দঃ বি

মামলা রুজু হওয়ার পর মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম- বার মহোদয়সহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) জনাব ইমতিয়াজ মাহবুব এর নিকট হতে প্রাপ্ত দিক নির্দেশনা এবং শিবালয় সার্কেল, মানিকগঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মারুফা নাজনীন এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার আদিত্য, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব রনজিৎ সাহা স্যারদের সার্বিক সহযোগিতায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই নিঃ/ মনোরঞ্জন সরকার সংগীয় এস আই নিঃ/ মোঃ রোস্তম আলী, এ এস আই নিঃ/ মোঃ আকবর আলীসহ ফোর্সদেও সমন্বয়ে গঠিত চৌকস অভিযানিক টিম উক্ত সিঁধেল চুরি মামলার রহস্য উদঘাটনের লক্ষে সোর্স নিয়োগ করে অক্লান্ত পরিশ্রম করে মামলা রুজুর দিনই মামলার ঘটনাস্থলে হাজির হয়ে তথ্য সংগ্রহ করেন। বাদীসহ ঘটনাস্থলের আশপাশের লোকজনদের মামলার ঘটনা সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানতে পারেন মামলার ঘটনার তারিখ ও সময়ে ইং ১৯/১২/২০২৩ তারিখ সময় ১৫.০০ ঘটিকা হইতে বর্নিত তারিখ বিকাল ১৭.৩০ পর্যন্ত ঘটস্থলের আশপাশে আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু ১। বাধন সরকার (১৬) এবং ২। মোঃ আকাশ মিয়া (১৬) দ্বয়কে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা গেছে। তদন্তকারী অফিসার উক্ত তথ্যের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু বাধন সরকার (১৬) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সহিত জড়িত আছে মর্মে স্বীকার করে। আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু বাধন সরকার (১৬) কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সহিত ও আইনের সহিত সংঘর্ষে জড়িত আরও এক শিশু মোঃ আকাশ শেখ (১৬) জড়িত আছে মর্মে স্বীকার করে। বাধন সরকার এর কাছে চুরি করা কি কি মালামাল আছে জিজ্ঞাসাবাদ করলে আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু বাধন সরকার এর স্বীকারোক্তির ভিত্তিতে তার পিতার পশ্চিম দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের শয়ন চৌকির তোষকের নিচ হতে চুরি যাওয়া এনড্রোয়েড মোবাইল ফোন, মূল্য ১৭,৫০০/- (সতের হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক স্থানীয় লোকজনদের মোকাবিলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু বাধন সরকার (১৬) কে সংগে নিয়ে অভিয়ান পরিচালনা করে আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু মোঃ আকাশ শেখ (১৬) কে আটক করেন। আইনের সহিত সংঘর্ষে জড়িত শিশু মোঃ আকাশ শেখ কে জিজ্ঞাবাদ করে তার স্বীকারোক্তি মোতাবেক আসামী মোঃ নীলচান শেখ (৪৫) শয়ন চৌকির তোষকের নিচ হতে নীলচান শেখের নিজ হাতে বাহির করে দেওয় মতে, একটি স্বর্নের বক্স আংটি, যার ওজন ০৪ আনা, মূল্য অনুমান ২৪,৫০০/ টাকা। একটি লেডিস আংটি, যাহার ওজন ০১ আনা, ০১ রতি, ০৪ পয়েন্ট, মূল্য অনুমান ৭৫৫০/ টাকা। একটি বেবী স্বর্নের আংটি, যার ওজন ০৩ রতি ০৩ পয়েন্ট, মূল্য অনুমান ৩৪০০/- টাকা। একটি রুপার কোমড়ের বিছা,যার ওজন ০৩ ভরি, মূল্য অনুমান ৪,০০০/- টাকা। এক জোড়া পায়ের রুপার নূপুর, যার ওজন ০৪ ভরি ০২ আনা ০৩ রতি, মূল্য অনুমান ৫৫০০/- টাকা। ০৩ (তিন) টি হাতের রুপার বাজু, যার ওজন ০১ ভরি, ০৩ আনা, মূল্য অনুমান ১৫০০/-টাকা। একটি রুপার হাতের ব্যাসলেট, যার ওজন ০৭ আনা, ০৫ রতি, মূল্য অনুমান ১০০০/- টাকা। একটি রুপার চেইন, যার ওজন ১২ আনা, মূল্য অনুমান ১২০০/- টাকাসহ নগদ ৮৫০০/- টাকা। সর্বমোট ৫৭১৫০/ (সা টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নেন। অদ্য ইং ২৭/১২/২৩ ইং মামলা সংক্রান্তে আইনের সাথে সংঘর্ষে জড়িত শিশু ১। বাধন সরকার (১৬), ২। মোঃ আকাশ শেখ (১৫) ও আসামী ৩। মোঃ নীলচান শেখ (৪৫) গনদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন: